অপরাধী চক্র
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে নিহত ১১
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই সংঘর্ষ হয়।
রাজ্যের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'লাস আন্তেনাস' নামে পরিচিত একটি এলাকায় তাদের মৃতদেহগুলো পাওয়া গেছে। কর্তৃপক্ষ মৃতদেহগুলো সরিয়ে তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করছে।’
স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় নিরাপত্তা অভিযান জোরদার করেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সংঘর্ষে জালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সিনালোয়া কার্টেলের সদস্যরা জড়িত থাকতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, হুয়াজিকোরির পার্বত্য এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র সংঘর্ষ হয়। ফলে এই এলাকার পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে রাজ্যের অন্যান্য পৌরসভায় আশ্রয় নেয়। এর ফলে তাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আলবার্তো’র আঘাতে টেক্সাস-মেক্সিকোতে ভারী বৃষ্টি, নিহত ৩
৩ মাস আগে