১০ রুট
বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বরিশালে লঞ্চ চলাচল ফের শুরু
তবে ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চ চলাচল বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস বলেন, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও বরিশাল নৌবন্দরে ২ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শুক্র ও শনিবার ১৪০.৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর ভারী থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ নটিক্যাল মাইল। এ বৃষ্টি আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকেল সাড়ে ৪টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: ঢাকা থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু
ঘূর্ণিঝড় রিমাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
৩ মাস আগে