গেজিরা
সুদানে আরএসএফের হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত
মধ্য সুদানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
বেসরকারি একটি সংগঠন আবু গৌতা প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে জানায়, গেজিরা প্রদেশের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাস্তুচ্যুত গ্রামবাসীদের গ্রামে ফিরে আসতে আরএসএফ বাধা দেওয়ায় বেশ কিছু লাশ দাফন করা সম্ভব হচ্ছে না।
বিবৃতির মাধ্যমে তারা নাগরিক সমাজের সংগঠনগুলোকে আরএসএফের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে গৌজ আল-নাকার বাসিন্দারা গ্রামে যেয়ে লাশগুলো দাফন করতে পারে।
এ হামলার বিষয়ে আরএসএফ এখনও কোনো মন্তব্য করেনি।
গত বছরের ডিসেম্বরে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) গেজিরার রাজধানী ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর এই প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরএসএফ।
সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সহিংস সংঘাত চলছে এসএএফ ও আরএসএফের মধ্যে। যার ফলে অন্তত ১৬ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
৩ মাস আগে