শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা খাতুন (৯) নামে এক শিশুসহ অজ্ঞাত এক নারীর (৫০) মুত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) উপজেলার দূর্লভপুর ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
বর্ষা খাতুন বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী এলাকার আব্দুর রশিদের মেয়ে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, অপরদিকে রবিবার দুপুর পৌনে ১২টায় ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সি অজ্ঞাত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।
ওসি আরও বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থী নিহত
৫ মাস আগে
খুলনা, লালমনিরহাটে ট্রাকের চাপায় শিশুসহ নিহত ২
খুলনা ও লালমনিরহাটে বৃহস্পতিবার সকালে পৃথক দুর্ঘটনায় বেপরোয়া ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।
৪ বছর আগে