মৎস্যচাষি
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম নামের এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল কাশেম (৪০) পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
স্থানীয় রমজান আলী বলেন, ‘আমি খালে মাছ ধরছিলাম। তখন আবুল কাশেম ঘেরের কাছাকাছি পৌঁছালে বজ্রপাত হয়। এসময় তিনি মারা যান।’
বজ্রপাতে আবুল কাশেমের মৃত্যুর খবর নিশ্চিত করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: অষ্টগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
৩ মাস আগে