বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
নবনিযুক্ত সচিব আনোয়ার উল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্যাহ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে যোগদান করেছেন।
এসময় তিনি সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সংসদ ভবনের সংস্কার দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে আবারও সচিবালয় অবরুদ্ধ
গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আনোয়ার উল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।
আনোয়ার উল্যাহ ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) যোগদান করেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন।
আরও পড়ুন: উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুপস্থিতিতে সচিবালয়ে অচলাবস্থা
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ১৯তম ও অষ্টম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি নেদারল্যান্ডের ম্যাচস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এম বি এ এবং ম্যানেজেরিয়াল কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করেন। তিনি আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেছেন। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ড থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১২টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: নীরব এলাকা সচিবালয়ে শব্দদূষণ বেড়েছে ৭.৮ শতাংশ, গবেষণায় প্রকাশ
৩ মাস আগে