লুট হওয়া অস্ত্র
জয়পুরহাটে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট চুনা পাথর খনি ও সিমেন্ট প্রকল্প মাঠের পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওইদিন সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। থানার অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জয়পুরহাট চুনা পাথর খনি ও সিমেন্ট প্রকল্প মাঠের পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, জয়পুরহাট থানা থেকে মোট ৫৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
৩ মাস আগে