সিডিএ
নির্মাণে ত্রুটির কারণেই ফ্লাইওভারে ফাটল: চসিক মেয়র
চট্টগ্রামে ফ্লাইওভারের ফাটলের (বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভার) ঘটনায় নির্মাণের ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার দুপুরে তিনি ঘটনাস্থলে পরিদর্শনে সাংবাদিকদের বলেন, ‘আমিতো প্রকৌশলী না। ফাটলের কারণ আমি বলতে পারব না। তবে সাধারণভাবে বলতে চাই, এটার নির্মাণে নিশ্চয় ত্রুটি আছে। যার ফলে এ ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, এখানে প্রকৌশল দৃষ্টিকোণ থেকে কি হয়েছে না হয়েছে এটা আমার থেকে আমাদের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।’
আরও পড়ুন: বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল, যানবাহন চলাচল বন্ধ
এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা রোড বন্ধ করে দিয়েছি। যেহেতু এ কাজ আমরা করিনি, এটা নির্মাণ করেছে সিডিএ।সেহেতু তড়িৎ ব্যবস্থা নিতে আজকে আমরা সিডিএকে চিঠি দিব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটল সৃষ্টি হয়েছে আমি নিজেও দেখে হতবাক হয়েছি। কারণ এ ফ্লাইওভারে আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। গার্ডার পড়ে অনেক লোক মারা গিয়েছিল।’রেজাউল করিম বলেন, ‘কি কারণে হয়েছে না হয়েছে তদন্তপূর্বক বের করা যাবে। সিডিএ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সহযোগিতা চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।’
আরও পড়ুন: পর্যায়ক্রমে ফ্লাইওভারের নিচের জায়গা দখলমুক্ত করা হবে: মেয়র তাপসউল্লেখ্য, গতকাল সোমবার রাতে হঠাৎ বহদ্দারহাট ফ্লাইওভারের দুটি পিলারে বড় ধরণের ফাটল দেখা দিলে নিরাপত্তার কারণে রাতে ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।এ দিকে পাশাপাশি দুটি র্যাম্পের পিলারে ফাটলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিটি করপোরেশন। আজ সকালে মেয়র এম রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই চিঠি দেন।বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, এ ফাটলে ফ্লাইওভার ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবুও দ্রুত ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি দেয়া হয়েছে।
আরও পড়ুন: ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরামর্শ ডিএমপি কমিশনারের
৩ বছর আগে
সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশ ২০২১ সালে দুই অংকের ঘরে আসবে: সালমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার বলেছেন, আগামী বছর বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার (ইজি অব ডুয়িং বিজনেস) সূচকে বাংলাদেশের অবস্থান দুই অংকের ঘরে আসবে।
৪ বছর আগে
পাহাড় কেটে রাস্তা নির্মাণ: সিডিএ’র পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ কোটি টাকা জরিমানা
চট্টগ্রামে পাহাড় কেটে সড়ক নির্মাণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ১০ কোটি টাকা জরিমানা করার পর এবার ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৫ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন শুনানিকালে এ জরিমানা করেন।
অনুমোদনের বাইরে পাহাড় কেটে চট্টগ্রামের বায়েজিদে লিংক রোড নির্মাণ করে জীববৈচিত্র্য ধ্বংস ও জনজীবন ঝুঁকিতে ফেলার দায়ে সিডিএ’র ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
শুনানিকালে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে প্রজেক্ট ম্যানেজার রবিউল আলম উপস্থিত ছিলেন।
এর আগে একই অপরাধে ২৯ জানুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সীতাকুণ্ডের ছলিমপুর ঢাকা ট্রাংক রোড থেকে নগরীর বায়েজিদ বোস্তামী পর্যন্ত লিংক রোড নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রকল্পের প্রায় শেষ পর্যায়ে এসে অনুমোদনের বাইরে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।
সিডিএ প্রকল্প প্রস্তাবনায় যত ঘনফুট পাহাড় কাটার অনুমোদন নিয়েছিল বাস্তবে তার থেকে ৬৯ হাজার ২১৯ দশমিক ৭০২ বর্গফুট বেশি কেটেছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তর। যেদিকে কাটার কথা ছিল সেভাবে না কেটে ৯০ ডিগ্রি কোণে খাড়াভাবে পাহাড় কাটা হয়। ফলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে মানুষের জীবনহানি ঘটতে পারে।
৪ বছর আগে