নিহত ১, আহত ৫
গোপালগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৫
গোপালগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সতীশ রায় (৫৫) উপজেলার মহিশতলী গ্রামের শরৎ রায়ের ছেলে।
আরও পড়ুন: আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেদর সংঘর্ষে নারী শ্রমিক নিহত
ননীক্ষীর ইউপি সদস্য বকুল সরদারের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে মহিষতলী গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সতীশ রায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এতে সতীশের মৃত্যু হয়। এসময় পাঁচজন আহত হয়।
মুকসুদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে সতীশের মৃত্যু হয়। পাঁচজন আহত হন।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত
৩ মাস আগে