জাবি ক্যাম্পাসে
জাবি ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ছাত্রদের পিটুনিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।
বুধবার রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিমুজ্জামান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি তিনি মৃত। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা নেত্রকোণা থেকে গ্রেপ্তার
শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম মোল্লাকে মারধর করেন একদল শিক্ষার্থী। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরে পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন শামীম মোল্লা। গত ১৫ জুলাই রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছাত্রলীগ ও বহিরাগতরা ওই হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: জামালপুরে দুই বছর আগে মারা যাওয়া ছাত্রলীগ নেতার নামে মামলা
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের কাছে একটি দোকান থেকে শামীম মোল্লাকে আটক করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে মারধর শুরু করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর প্রক্টরিয়াল টিমের তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা কার্যালয়ে আসে। এদিকে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার বিষয়ে পুলিশ ও প্রক্টরিয়াল টিম শামীমকে জিজ্ঞাসাবাদ করে।
পরে আগের দায়ের করা মামলায় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
১ মাস আগে