১৩ বছর পর
হত্যা মামলার ১৩ বছর পর ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
পটুয়াখালীতে মো. শহিদুল ইসলাম নামে এক যুবককে হত্যার ১৩ বছর পর ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আসামিদের উপস্থিতিতে ওই রায় দেন বিচারিক আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ একেএম এনামুল করিম।
আরও পড়ুন: ফরিদপুরে বাসের হেলপার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
এসময় ১৭ জন আসামিদের মধ্যে একজনের দোষ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়ে ওই রায় দেন একেএম এনামুল করিম।
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ বলেন, ২০১১ সালের ৪ এপ্রিল খুন হন শহিদুল। পরের দিন তার বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে সদর থানায় সোহরাবসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: হত্যাকাণ্ডের ২৬ বছর পর ২৬ আসামির যাবজ্জীবন
পুলিশ রিপোর্টে ১৭ জন আসামিকে দোষী করে ৩০২ ধারায় মামলার অভিযোগ দায়ের করা হয় বিচারিক আদালতে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা, এমও, ও এজাহারকারীসহ ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর আদালতে শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন এবং ১৬ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিবাদী পক্ষের আইনজীবী আবুল কাশেম ও মুকুল বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আরও পড়ুন: পাবনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৮৬ দিন আগে