সিলেটের কোম্পানীগঞ্জ
‘সমন্বয়ক’ পরিচয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি, আটক ৯
সিলেটের কোম্পানীগঞ্জ দয়ার বাজার এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটক ৯ জন হলেন- আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো. রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।
আরও পড়ুন: বগুড়ায় চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
আটক ৯ জনের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী নূর আহমদ বলেন, বুধবার রাতে আমরা খবর পাই ছাত্র ‘সমন্বয়ক’ দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সঙ্গে চিল্লা চিল্লি করছেন এবং তাদের ধাওয়া করছেন। এসময় তারা শ্রমিকদের ৫০০ থেকে ১০০০ টাকা দিতে বলেন। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদের আটক করে পুলিশের দেই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদের নিয়ে এসেছি। এরই মধ্যে তাদের কোর্টে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ বরখাস্ত
মাগুরায় মাদরাসার টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
২ মাস আগে