‘নেক্স জি’ সিরিজ
এবার ১০অন১০ স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন
‘নেক্স জি’ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ।
সাশ্রয়ী মূল্যে নতুন এ ফোনটির মডেল ‘নেক্স জি’ এন১০।
আরও পড়ুন: প্রথম প্রান্তিকে ২০২.০৭ কোটি টাকা মুনাফাসহ প্রবৃদ্ধি বজায় রেখেছে ওয়ালটন
৫০ মেগাপিক্সেলের রিয়ার এআই ক্যামেরার ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাপিড মেমোরি র্যাম।
রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চি এইচডি প্লাস এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লে। আরও রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার।
আছে পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অত্যাধুনিক ফিচার।
ওয়ালটন মোবাইলের হেড অব ব্র্যান্ডিং মাহবুবুল হাসান মিলটন বলেন, এম্বইলাইট গোল্ড, ক্রিস্টাল ব্ল্যাক ও শাইনি গ্রিন তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। ভ্যাটসহ ফোনটির দাম পড়ছে ১৬ হাজার ২৭৪ টাকা।
তিনি আরও বলেন, দেশের ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://shorturl.at/zXYog) থেকে ফোনটি কেনা যাচ্ছে।
ওয়ালটন মোবাইল বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান তুহিন বলেন, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এ ফোনে র্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমসি২।
তিনি আরও বলেন, এছাড়া এই ফোনে বিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ফ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডে ওয়ালটন স্মার্ট টিভিতে ব্যাপক সাড়া
১ মাস আগে