বৈঠক হবে না
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে না
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হবে না। কারণ এই দুই নেতার সময়সূচি আলাদা।
ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো ইউএনবিকে নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূস নিউইয়র্কে পৌঁছানোর আগেই মোদি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। দুই নেতার বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই, কারণ মোদি একটু আগেভাগে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা ইউনূস সেখানে কিছুটা দেরিতে যাচ্ছেন।
আরও পড়ুন: ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ইউনূস
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর শুরু করেছেন মোদি। সেখানে তিনি উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত কোয়াড সামিটে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
এক বিবৃতিতে মোদি বলেন, 'আমি প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী আলবানিজ এবং প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে কোয়াড সামিটে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি।’
অধ্যাপক ইউনূস পরে নিউইয়র্কে পৌঁছাবেন। তার বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের মতে, প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার প্রধান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএইড প্রশাসকসহ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: 'আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সাহায্য করতে প্রস্তুত': ইউনূসকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সময়ে সভার অনেক সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হয়। ‘সেই বিবেচনায় নতুন সভা যুক্ত হতে পারে; আবার সময়ের অভাবে কোনো সভা বাদ পড়তেও পারে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।
এমনকী, চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হতে পারে বলেও আলোচনা রয়েছে।
তবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন এবং ২৭ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।
আরও পড়ুন: জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনূস
৩ মাস আগে