ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনায় সদ্যবহিষ্কৃত বিএনপি নেতা বাবুল গ্রেপ্তার
খুলনার কয়রায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীকে মারধরের ঘটনায় বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব নূরুল আমিন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনার মহানগরীর বয়রা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগে শনিবার (২১ সেপ্টেম্বর) ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। এই মামলার ১১ নম্বর আসামি নূরুল আমিন বাবুল। এছাড়াও তার নামে চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগও আছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নূরুল আমিন বাবুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিস্কার করা হয়।
২ মাস আগে