২ জেলে
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু
মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু
দিশু ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র গৌরাঙ্গ দাসের ছেলে। এরা দুইজনই সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে বাসিন্দা।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বলেন, দিশু ও রবীন্দ্র তিতাস নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি
হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু
১ মাস আগে
মেঘনা নদী থেকে ২ জেলের লাশ উদ্ধার
ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে মো. বেলাল হোসেনের (২৫) ও আলাউদ্দিনের (৩০) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট পশ্চিম পাশের মেঘনা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
পরে রবিবার দুপুর ১২টায় ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেকের পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।
নিহত জেলেরা হলেন- তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের মো. বেলাল হোসেন এবং মনপুরার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর গ্রামের আলাউদ্দিন।
আরও পড়ুন: তিস্তায় হাত বাঁধা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা লাশ দুইটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মনপুরা থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে নিয়ে আসে। পরে আত্মীয়স্বজনরা মনপুরা থানায় এসে লাশ দুইটি শনাক্ত করে নিয়ে যায়।
লাশ দুইটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।
আরও পড়ুন: পাবনায় ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, লাশ দুইটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনো প্রকার আপত্তি না থাকায় লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।
২ মাস আগে