সকালে ঘরের পেছনে
রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লার লাকসাম উপজেলায় ঘরের পেছন থেকে পারুল আক্তার (৪৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বাকই ইউনিয়নে ঘটনাটি ঘটে। এর আগে রাতেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় পরিবার।
নিহত পারুল আক্তার মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী।
আরও পড়ুন: মেঘনা নদী থেকে ২ জেলের লাশ উদ্ধার
পারুলের ছেলে মো. ফরিদ বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উঠে দেখি, মা ঘরে নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পরে পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টার দিকে ঘরের পেছনে গিয়ে দেখি একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবে আমরা এখন একটি অপমৃত্যু ডায়েরি করেছি। রিপোর্ট আসলে আমরা আইনি ব্যবস্থা নেব।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
২ মাস আগে