বিদেশি মুদ্রা জব্দ
সাবেক এমপি হাবিব হাসানের ছেলের শ্বশুরের বাসা থেকে আটক ৩, বিদেশি মুদ্রা জব্দ
ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলের শ্বশুরের বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক কোটি ১৬ লাখ টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) জাহাঙ্গীর কবির জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের একটি বাসায় অস্ত্র ও বুলেটপ্রুফ জ্যাকেট মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
অভিযানে হাজার হাজার ডলার মূল্যের একাধিক বৈদেশিক মুদ্রা এবং উভয় পাশে 'পুলিশ' লেখা তিনটি নেভি ব্লু বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।
অভিযানে একটি ল্যান্ড ক্রুজার জেডএক্স হার্ড জিপ টয়োটা এম ক্রপ ২০২১ ও একটি হ্যারিয়ার হার্ড জিপ টয়োটা এম ক্রপ ২০১৪ জব্দ করা হয়।
পুলিশের দাবি, ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার করা ব্যক্তিরা এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পলাতক ছেলে আবির হাসান তামিম বুলেট প্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন।
যে বাসায় অভিযান চালানো হয়েছে সেটি তামিমের শ্বশুরের।
গ্রেপ্তারদের দাবি, জব্দকৃত অর্থ, বৈদেশিক মুদ্রা ও গাড়িগুলো সাবেক এমপি হাবিব ও তার পরিবারের সদস্যদের।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
৩ মাস আগে