তৌহিদ ও জয়শঙ্করের বৈঠক
ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিউইয়র্কে তৌহিদ ও জয়শঙ্করের বৈঠক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার নিউইয়র্কে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জয়শঙ্কর টুইটারে এক পোস্টে লেখেন, 'আজ (সোমবার) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে (ইউএনজিএ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন: জাতিসংঘের তদন্তে কোনো হস্তক্ষেপ করব না: পররাষ্ট্র উপদেষ্টা
এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে 'অর্থবহ সম্পর্কের' ভিত্তি: পররাষ্ট্র সচিব
১ মাস আগে