ক্রিকেটা
শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাপতি খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এক বৈঠকে বর্তমানে ভারতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাওয়া সাকিবকে দোষী সাব্যস্ত করা হয়।
আরও পড়ুন: রাতে দেশে ফিরছে টাইগাররা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দরে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে সংসদে দায়িত্ব পালন করা সাকিবের জন্য এই ঘটনাটি আরেকটি ধাক্কা।
এ ছাড়া সম্প্রতি একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে শাকিকে। মামলার নথিতে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়নি।
আরও পড়ুন: আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না: আসিফ নজরুল
ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
২ মাস আগে