আগস্টে
জুলাই-আগস্টে নিহত ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ
জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ নামের খসড়া তালিকা প্রকাশ করেছে।
এই তালিকা পাওয়া যাচ্ছে https://medical-info.dghs.gov.bd/.
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: সচিব
ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে কোনো সংশোধনের প্রয়োজন হলে নিহতদের পরিবারের সদস্য বা স্বজনদের মৃত ব্যক্তি যে প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
যারা তালিকায় মৃতের নাম পাবেন না তাদের সংশ্লিষ্ট সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত প্রতিবেদন থেকে এই তালিকা তৈরি করা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থী ডাটাবেজ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উপদেষ্টা মুরশিদ বলেন, ‘ডাটাবেসে হতাহত ও আহতের সংখ্যা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে, যা প্রায় সম্পূর্ণ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যসহ যাচাই-বাছাই শেষে এটি চূড়ান্ত করা হবে। আমরা আগামী মাসে এই তথ্য প্রকাশের পরিকল্পনা করছি।’
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আবারও মূল নীতি হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
১ মাস আগে