বিশ্ব ভালোবাসা দিবস
ফাল্গুন ও ভালোবাসা দিবসে তাহিরপুরের শিমুল বাগানে পর্যটকদের ঢল
ফাগুনে আগুন লেগেছে শিমুল বাগানে। রক্ত লাল ফুলে ফুলে অপরূপ সাজে ঠাঁয় দাঁড়িয়ে আছে বাগানটি। রক্তে রাঙানো ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনটিতে প্রাণোচ্ছল হয়ে ওঠে। আর তাই শত শত দর্শনার্থী বাসন্তী রঙে নিজেকে সাজিয়ে শিমুল বাগানে ভিড় করেন।
১৮৮৫ দিন আগে
ক্ষতির মুখে মেহেরপুরের ফুল ব্যবসায়ীরা
রাত পোহালেই পহেলা ফাল্গুন। বসন্তবরণের মহাসমারোহ। একইদিনে এবার উদযাপিত হবে বিশ্ব ভালোবাসা দিবসও। কিন্তু উল্লাস আর আনন্দের বিশেষ দুটি আলাদা দিবস একই দিনে হওয়ায় এবছর দেশের অন্যান্য জেলার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের ফুল ব্যবসায়ীরাও।
১৮৮৬ দিন আগে