ক্লাউদিও ব্রাভো
বার্সায় খেলতে চান রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক!
গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোটের মিছিলে যোগ দেওয়ায় বিপদে পড়েছে বার্সেলোনা। চোটে চলতি মৌসুম প্রায় শেষই হয়ে গেছে ৩২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষকের।
ঘটনাটি গত রোববারের। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে সেদিন শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরইমাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান তিনি।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
নতুন গোলরক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে বার্সেলোনার পরিচালানা পর্ষদ। বৈঠকে শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফ্রি এজেন্ট কাউকে দলে ভেড়াতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পত্রিকা কোপের সাংবাদিক হেলেনা কন্দিস।
এরইমধ্যে বেশ কয়েকজন গোলরক্ষেকের নামও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এই তালিকায় সবার ওপরে রয়েছেন অবসরে যাওয়া ক্লাবটির সাবেক চিলিয়ান গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। ব্রাভো আগেই বলে দিয়েছেন, বার্সেলোনা চাইলে অবসর ভেঙে এই আপৎকালীন পরিস্থিতিতে ক্লাবটিকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
তবে এর চেয়েও বড় খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদের সাবেক এক গোলরক্ষক বার্সেলোনার গোলমুখ সামলাতে চান।
শুনতে অসম্ভব মনে হলেও এমনই খবর দিয়েছেন ট্রান্সফার গুরু ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।
২ মাস আগে