সাবেক শিল্পমন্ত্রী
সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্যনূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার
আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়।
এরই প্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। সেইসঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন: ইনু-মেনন, পলকসহ সাবেক আইজিপি মামুন রিমান্ড শেষে কারাগারে
আসামি পক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, বয়স ও শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তবে বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: পলক, টুকুসহ ৬ জন আবারও রিমান্ডে
১৭৪ দিন আগে
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তরের এএসপি ইমরান খান জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার
১৭৪ দিন আগে