মাসুদ বিশ্বাস
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আকতারুল ইসলাম ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সংস্থার একটি দল তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এরআগে ২ জানুয়ারি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি হয়েছে।
এ ছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের সম্পদের বিবরণী চেয়েছে দুদক। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে বলে দুদক জানিয়েছে।
গত সেপ্টেম্বরে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুদক। ২ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা হয়।
মূলত অর্থপাচার প্রতিরোধেই কাজ করে বিএফআইইউ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন।
আরও পড়ুন: নাটোরের ছাত্রলীগ নেতা মাসুম পাবনা থেকে গ্রেপ্তার
১০৪ দিন আগে
বিএফআইইউর সাবেক চেয়ারম্যান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘুষ লেনদেনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম মামলাটি তদন্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেয়র আইভীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
অভিযোগে বলা হয়, বিগত সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে মাসুদ তাদের অনিয়মের পৃষ্ঠপোষকতা করেছেন।
হলমার্ক ও বিসমিল্লাহ মামলাসহ ২৪টি বড় ঘটনায় ৯২ হাজার কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি।
উপরন্তু, বিএফআইইউ’র নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) যাচাই করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই তদারকির পিছনে প্রাথমিক ব্যক্তি হিসাবে মাসুদকে চিহ্নিত করা হচ্ছে।
এসব অভিযোগে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসলে ব্যবস্থা নেয় দুদক।
আরও পড়ুন: সাবেক তিন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
২১৯ দিন আগে