উদ্দেশ্য
সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা: উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ১৬ বছরে কোনও নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোতে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি।
তিনি বলেন, তাই সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
আরও পড়ুন: পাট, বস্ত্র ও জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বব্যাংককে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের
বুধবার (২৫ সেপ্টেম্বর) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল সঙ্গে সাক্ষাতকালে এসব কখা বলে তিনি।
সাক্ষাতে ব্যবসা সহজ করা, শুল্ক হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট এবং ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
যানজট প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে। গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য ১ কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজনে নাগরিকসুলভ শিষ্টাচারবোধ জাগ্রত করতে হবে।
অ্যামচ্যামরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সহায়তা চালুর দাবি জানান। এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে বলে তারা মনে করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সহাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা।
আরও পড়ুন: অভিন্ন নদীতে পানির অধিকার ও হিস্যা নিয়ে শিগগিরই ভারতের সঙ্গে আলোচনা হবে: পানিসম্পদ উপদেষ্টা
২ মাস আগে