সিরীয় নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৩ সিরীয় নিহত
লেবাননের ইউনাইন এলাকায় বিমান হামলায় ২৩ সিরীয় শরণার্থী নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী মাত্রাবাহ সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগে এই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে নিরাপত্তার খোঁজে আসা শরণার্থীসহ নিরীহ বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে মন্ত্রণালয়।
আন্তর্জাতিক আইন, মানবিক আইন ও মানবাধিকারের প্রতি ইসরায়েলের 'নির্লজ্জ অবজ্ঞার' নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের কর্মকাণ্ড মানুষের জীবনের প্রতি তাদের দীর্ঘদিনের নির্লিপ্ততার প্রতিফলন।
বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে এবং এই অঞ্চলে আরও সহিংসতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।
সোমবার থেকে লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ৬৫০ জনেরও বেশি নিহত ও ২ হাজারেরও বেশি আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দেড় লাখেরও বেশি।
২ মাস আগে