জব্দ ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত থেকে জব্দ ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে জব্দ করা ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ২
বিজিবি জানায়, গত বছরের ১৪ মার্চ থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে- ১২ হাজার ৪৬৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাঁজা ও ৮৭১টি ইয়াবা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার: বিজিবি
এসময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন ও ৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদি।
আরও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, জেলা মাদক অধিদপ্তর কর্মকর্তা গোলক মজুমদারসহ বিভিন্ন কর্মকর্তারা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাড়ে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
১ মাস আগে