ঢাকা মহানগর উত্তর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রায় আড়াই মাস পর তা বিলুপ্ত করেছে বিএনপি।
শনিবার(২৮ সেপ্টেম্বর) রাতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় দলটি।
শিগগিরই এই শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারত বন্ধুত্ব চায় শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়: রিজভী
পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তিন মাসের সময় বেঁধে গত ৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সদস্য সচিব হিসেবে আমিনুল হক দায়িত্ব পালন করেন। নীরব এর আগে যুবদলের চেয়ারম্যান ছিলেন এবং আমিনুল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক কমিটির সদস্য সচিব ছিলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির অবিচল আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান
২ মাস আগে