জেনেভা ক্যাম্প
জেনেভা ক্যাম্পের 'সশস্ত্র দলের নেতা' বুনিয়া সোহেল ও তার সহযোগীরা গ্রেপ্তার: পুলিশ
সিলেটের মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক ব্যবসায়ী ও সশস্ত্র চক্রের হোতা বুনিয়া সোহেল ও তার ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৯ এর একটি যৌথ দল সিলেটের কোতোয়ালি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
গ্রেফতাররা হলেন- আমির হোসেন হীরা (৩০), মো. জামাল হোসেন (২৯), মো. শাহিনুর বেগম (৩২), মো. আনোয়ার হোসেন (২৭), মো. মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), নুর বেগম (৩০), ভানু বেগম (৩১) এবং সাকিব হাসান (২০)।
মোহাম্মদপুরের ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্প এলাকা থেকে পরিচালিত সোহেলের গ্রুপ ঢাকাজুড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে হত্যা, বাজার চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসায় লিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। তাদের প্রভাব মোহাম্মদপুর এলাকা ছাড়িয়ে বাইরেও প্রসারিত হয়েছে। তিনি তার নির্দেশনা কার্যকর করতে বেশ কয়েকটি কিশোর গ্যাংকে ব্যবহার করত এবং পার্শ্ববর্তী অঞ্চলে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে।
বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও অবৈধ অস্ত্র রাখা, মাদকসহ ১৮টি মামলা রয়েছে।
সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে আ. লীগ নেতা ডা. আবু সাঈদ
২ মাস আগে
ঢাকার জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ পিচ্চি রাজাসহ ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
আরও পড়ুন: বান্দরবানে বিদ্রোহীদের আস্তানা ধ্বংস, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২০টি গুলি, ৬টি কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি ধারালো অস্ত্র, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট।
'পিচ্চি রাজা' ও তার অনুসারীরা গত ৫ আগস্ট জেনেভা ক্যাম্পে স্থানীয় পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র মাদক ব্যবসার কাজে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুটি গ্যাংয়ের মধ্যে বন্দুকযুদ্ধেও তারা জড়িত ছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি আ. লীগের সাবেক এমপি-নেতারা
যৌথ বাহিনীর অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
৩ মাস আগে