পিচ্চি রাজা
ঢাকার জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ পিচ্চি রাজাসহ ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
আরও পড়ুন: বান্দরবানে বিদ্রোহীদের আস্তানা ধ্বংস, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২০টি গুলি, ৬টি কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি ধারালো অস্ত্র, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট।
'পিচ্চি রাজা' ও তার অনুসারীরা গত ৫ আগস্ট জেনেভা ক্যাম্পে স্থানীয় পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র মাদক ব্যবসার কাজে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুটি গ্যাংয়ের মধ্যে বন্দুকযুদ্ধেও তারা জড়িত ছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি আ. লীগের সাবেক এমপি-নেতারা
যৌথ বাহিনীর অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
২ মাস আগে