এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
অলি মিয়া পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, অলি হকার্স মার্কেট এলাকায় পৌরসভার একটি শৌচাগার পরিচালনা করতেন। সেখানে দায়িত্বরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
২ মাস আগে