রাস্তা পারাপার
রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া সুলতানা নামের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফারিয়া সুলতানা ঘুল্লিয়া গ্রামের সুজন শেখের মেয়ে। স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় ফারিয়া সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
১৭৫ দিন আগে
নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত
নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মুনতাহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির নানি মমতাজ বেগম (৫০)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় কিশোরকে ১০ বছরের আটকাদেশ
মুনতাহা পিরিজকান্দীর প্রবাসী মো. মামুন মিয়ার মেয়ে। মমতাজ শিবপুরের গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী ও নিহত মুনতাহার নানি।
স্থানীয়রা জানান, মমতাজ মুনতাহাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় লাবিবা পরিবহনের বাসচাপায় মুনতাহার মৃত্যু হয়। আহত হন মমতাজ। স্থানীয়রা মমতাজকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
৪৩১ দিন আগে