লিফটের গর্ত
পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক সাদ্দাম হোসেন (২০) ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের একজন শ্রমিক। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। তার বড় ভাই সেলিম হোসেনও একই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।
আরও পড়ুন: রাজধানীর গুলশানে ২ জনের লাশ উদ্ধার
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন এই কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রবিবার সন্ধ্যার পর দুর্গন্ধ শুরু হলে ঘটনাটি টের পেয়ে থানাকে অবহিত করেন। পরে পুলিশ। পরে কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে এই শ্রমিকের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গোয়ালন্দে জাকের পার্টির সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
২ মাস আগে