এক দিন
নিয়োগের এক দিনের মাথায় খাদ্য সচিবের নিয়োগ বাতিল
নিয়োগের এক দিনের মাথায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, সোমবার(৩০ সেপ্টেম্বর) খাদ্য ক্যাডারের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব: জনপ্রশাসন সচিব
পরে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার এ নিয়োগ বাতিলের বিষয়টি ফোনে ইউএনবিকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালযের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।
কী কারণে বাতিল হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কারণ বিস্তারিত বলা যায় না। তবে প্রশাসনিক কারণে তার চুক্তি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: সব কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে: জনপ্রশাসন সচিব
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
২ মাস আগে