পতিত স্বৈরশাসক
পতিত স্বৈরশাসকের পুনর্বাসন দেশকে বসবাসের অযোগ্য করে তুলবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরশাসককে পুনর্বাসন করা হলে জনগণ দেশে থাকতে পারবে না।
তিনি বলেন, ‘যারা গুম-খুনের সংস্কৃতি তৈরি করেছে, আয়না ঘরকে (গোপন কারাগার) পুনর্বাসন করা হয়, তাহলে এদেশে মানুষ থাকতে পারবে না।’
সোমবার (৭ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
আরও পড়ুন: শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশে স্বৈরাচারের দোসরদের স্থান হবে না: রিজভী
তিনি বলেন, পতিত স্বৈরশাসককে পুনর্বাসিত করা হলে এ দেশ হবে ঘাতকদের অভয়ারণ্য। স্বৈরশাসকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এখানে চিরকাল গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার কবরস্থান হবে।’
নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ওই ব্যক্তি যখন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখন তিনি বিএনপি সমর্থকদের হয়রানি করতেন এবং রাজনৈতিক পরিচয় বিবেচনা করে তাদের ভিসা নবায়ন করতেন না।
তিনি বলেন, 'শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের সমর্থন দিয়ে যারা বিরোধী দল দমনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের যদি আজ গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তাদের যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে এই সরকার প্রশ্নের মুখে পড়বে।’
তিনি বলেন, তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান করেন, তবে তাকে এ বিষয়ে দেখতে হবে এবং তার প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হবে। রিজভী বলেন, 'কাতারের রাষ্ট্রদূতকে কে পররাষ্ট্র সচিব করছেন?’
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে বিএনপি।
আরও পড়ুন: তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
২ মাস আগে
তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরশাসকের কাছ থেকে সুবিধাভোগী মালিকদের 'পরিকল্পিত ষড়যন্ত্রের' অংশ হিসেবেই তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
আশুলিয়ায় চলমান পোশাক শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের (স্বৈরশাসকের সুবিধাভোগীদের) পোশাকশিল্প থেকে লোকেরা বেরিয়ে এসে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে। যাতে ছাত্র ও জনগণের এই বিপ্লব ব্যর্থ হয় এবং এটি (বিপ্লবের সাফল্য) দীর্ঘস্থায়ী না হয়। তারা এ ধরনের ষড়যন্ত্র করছে।’
মঙ্গলবার(১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
আরও পড়ুন: অপরাধীদের ক্ষমা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত: রিজভী
পোশাকশিল্পে অসন্তোষ ইস্যুতে তিনি কিছু পোশাক কারখানার মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নজরুল ইসলাম কে? কে এই সালাম মুর্শেদী? তারা কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সংসদ সদস্যরা সুবিধাভোগী ছিলেন না?”
আশুলিয়ায় সোমবারের(৩০ সেপ্টেম্বর) সহিংসতা প্রসঙ্গে রিজভী বলেন, প্রকৃত সত্য হলো শেখ হাসিনার সুবিধাভোগী পোশাক কারখানার মালিকদের লোকজন বেরিয়ে এসে নিরপেক্ষ ব্যক্তি বা বিএনপির লোকজনের মালিকানাধীন অন্যান্য পোশাক কারখানায় হামলা চালিয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটেছে। স্বৈরশাসকের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ষড়যন্ত্র করছে এবং তারা এখানে একের পর এক ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি।
ইউনিয়ন পরিষদ ভাঙা হয় না কেন?
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান জনপ্রতিনিধিরাই আওয়ামী লীগের গুন্ডা-পান্ডা-সন্ত্রাসী। যারা এত জঘন্য ও বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। এরপরও ইউনিয়ন পরিষদ ভেঙে দিচ্ছে না কেন?
উপদেষ্টা পরিষদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা কিসের ভয় পাচ্ছেন? কে আপনাদেরকে বলছেন যে এটি করা যাবে না? এটা (ইউপি) রেখে হাসিনা যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের রক্তকে অপমান করা হচ্ছে।
রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার অনুসারী রয়েছে এবং তারা গোপনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম, এর প্রশাসন এবং গণতান্ত্রিক শক্তির কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
বিএনপিপন্থী প্লাটফর্ম 'আমরা বিএনপি পরিবার' ছাত্র-গণঅভ্যুত্থানের শিকার ব্যক্তিদেরকে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনার সরকারের পতনের গণঅভ্যুত্থানে আহত রিকশাচালক সাইদুল ইসলামের কাছে অটোরিকশার চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ভারত বন্ধুত্ব চায় শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়: রিজভী
হাসিনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী
২ মাস আগে