নজরুল ইসলাম মজুমদার
কামাল নাসের, নজরুল ইসলাম মজুমদার ও মেসবাহ উদ্দিন গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন, এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের সমন্বয়ক আদনান।
বুধবার (২ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলেও জানান তিনি।
১৯৪ দিন আগে