সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গাফিলতির অভিযোগ অস্বীকার র্যাবের
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতায় একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এমন ভিডিও বেসরকারি একটি টেলিভিশনে ছড়িয়ে পড়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার ঝড় ওঠেছে।
বিষয়টি নিয়ে র্যাবের কাছে চাওয়া হলে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, র্যাব এ কাজে কোনো অবহেলা করেনি। তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথ পালন করে যাচ্ছে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর পলায়নে র্যাবের কোনো ধরনের গাফিলাতি ছিল না বলে জানান মুনীম ফেরদৌস।
আরও পড়ুন: ছাত্র-জনতার ওপর র্যাব কোনো গুলি চালায়নি: কর্নেল মুনীম ফেরদৌস
তিনি বলেন, ‘এখানে র্যাবের উদাসীনতা বা গাফিলাতি ছিল তা বলতে চাই না। আমাদের ওপর যে দায়িত্ব, আমাদের যতটুকু সামর্থ্য তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমাদের কর্মপরিধির মধ্যে যতেটুকু করা দরকার আমরা তা করেছি।’
গত ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সমাজে অপরাধ থাকবে বলেই কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব আছে। যদি অপরাধ নির্মূল হয়ে যেত, তাহলে কিন্তু সমাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে না।
২ মাস আগে