তারল্য সহায়তা
বাংলাদেশ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
বাংলাদেশ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
তারল্য সংকটে পড়া কয়েকটি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করেন গভর্নর।
ব্যাংকিং খাতে তারল্য বাড়াতে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে সরে এসেছে বলে স্বীকার করেছেন ড. মনসুর।
আরও পড়ুন: জুলাইয়ের অভ্যুত্থানের পর মুডির অবনমন অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয়: বাংলাদেশ ব্যাংক
তবে তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ সাময়িক। এটি খাতটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আর্থিক প্রবাহ বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। ‘কঠোর আর্থিক নীতি অপরিবর্তিত রয়েছে এবং বাজারে অতিরিক্ত তারল্য কমানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
নতুনভাবে সংযোজন করা তহবিলের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়ে গভর্নর বলেন, বর্তমান পদক্ষেপগুলো সাম্প্রতিক অতীতে যা দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি নয়। সেসময় অর্থ মুদ্রণের ফলে অপব্যবহারের অভিযোগ উঠেছিল।
ড. মনসুর বলেন, 'চুরির সুযোগ দূর করে স্বচ্ছ ও নিরাপদে তহবিল বরাদ্দের বিষয়টি এবার নিশ্চিত করেছি আমরা।’
আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতির ওপরও জোর দেন গভর্নর।
তিনি বলেন, ‘প্রতিটি ব্যাংকে প্রত্যেক মানুষের আমানত নিরাপদ ও সুরক্ষিত। আমানতকারীদের আস্থা ধরে রাখতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছি।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংকগুলোতে নগদ অর্থের সাময়িক ঘাটতি মেটাতে গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ করে দিতে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ সহায়তা সহজতর করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের অস্থায়ী প্রয়োজন মেটাতে সাময়িকভাবে অর্থ মুদ্রণ করবে।’
ব্যাংকে সব আমানত সুরক্ষিত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেছেন গভর্নর। জনগণকে আতঙ্কিত না হওয়া বা অযথা অর্থ উত্তোলন না করার আহ্বান জানান তিনি।
বাজারে প্রবর্তিত অতিরিক্ত তারল্য মুদ্রাস্ফীতির চাপ রোধে বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে পরিচালনা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি
২ সপ্তাহ আগে
২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল আরও ৩ ব্যাংক
চলমান নগদ অর্থের প্রবাহ সংকটের মধ্যে দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে আরও তিনটি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বলেন, আর্থিকভাবে সচ্ছল ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক ঋণ চুক্তির মাধ্যমে এ তহবিল সরবরাহ করেছে।
এর আগে সংকটে পড়া আরও পাঁচ ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে মোট তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াল ৬ হাজার ৮৫০ কোটি টাকা।
আরও পড়ুন: আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস
সহায়তা গ্রহণকারী দুর্বল ব্যাংকগুলোর নাম প্রকাশে নীতিগত বিধিনিষেধের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থা ব্যাংকিং খাতের তারল্য চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।’
এসব প্রচেষ্টা সত্ত্বেও তারল্য সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য বৃহত্তর কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস
৪ সপ্তাহ আগে
৫ দুর্বল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে সবল ৬ ব্যাংক
আর্থিকভাবে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে এক হাজার কোটি টাকা দিচ্ছে শক্তিশালী ছয়টি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এরই মধ্যে আর্থিকভাবে সচ্ছল ছয়টি প্রতিষ্ঠান দুর্বল পাঁচ ব্যাংককে এক হাজার কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তঃব্যাংকের চেক ক্লিয়ারিং ব্যাহত
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেয়। সেখানে বলা হয়, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলো সীমিত সময়ের জন্য আমানত রাখার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহায়তা করবে।
যদিও কোনো ব্যাংককে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের গ্যারান্টি শক্তিশালী ব্যাংকগুলোকে আশ্বস্ত করেছে। তাদের এই গুরুত্বপূর্ণ তারল্য সহায়তা সরবরাহ করতে উৎসাহিত করেছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আবারও মূল নীতি হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
২ মাস আগে