গরুর জন্য ঘাস
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে মো. নুরুল আফছার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ফেনীরকুল কাঁঠালবাড়ি এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নিহত আফছার ঐ এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে।
নিহতের বড় ভাই বেলাল হোসেন বলেন, আফছার গরুর জন্য ঘাস কাটতে গেলে বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাত হলে আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আফছারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু
সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু
২ মাস আগে