ভাগ্নে-ভাগ্নি আহত
সিরাজগঞ্জে বাসচাপায় মামার মৃত্যু, ভাগ্নে-ভাগ্নি আহত
সিরাজগঞ্জে মোটরসাইকেল করে ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ভাগ্নি সুরাইয়া (১৪) ও ভাগ্নে আব্দুল হাকিম (১২)।
বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত ইসমাইল উপজেলার কাশিয়াহাটা গ্রামের খবির প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল করে ভাগ্নে ও ভাগ্নিকে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন ইসমাইল।
পথে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইসমাইল নিহত হন। আহত হন ভাগ্নি ও ভাগ্নে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আনোয়ারুল।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
২ মাস আগে