সংলাপ শুরু শনিবার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টাদের সংলাপ শুরু শনিবার
চলমান পরামর্শের অংশ হিসেবে শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
বুধবার (২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, 'এটি চলমান প্রক্রিয়া।’
এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কত দিনের সংলাপ চলবে তা এখনো ঠিক হয়নি।
প্রেস সচিব আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সদস্য নিয়ে দু-একদিনের মধ্যে সংস্কার করা ছয়টি কমিশন গঠন করা হবে।
ছয়টি কমিশন প্রাথমিকভাবে ১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা ছিল।
আগের সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ সংস্কারের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত বসতে চায়।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদ সফর অত্যন্ত সফল ও ঐতিহাসিক: প্রেস সচিব
শফিউল আলম বলেন, ছয়টি কমিশন ১ অক্টোবর থেকে কাজ করার কথা থাকলেও রাজনৈতিক নেতাদের সঙ্গে আরেক দফায় আলোচনা করে তাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কমিশনের ছয়জন প্রধান থাকায় কিছুটা হলেও কাজ শুরু হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই দফা সংলাপ হয়।
সংস্কার কমিশনগুলো হলো- ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন।
আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের
২ মাস আগে