প্রতিবেদন 'ভুয়া
ডিসি নিয়োগে ঘুষ নিয়ে প্রকাশিত প্রতিবেদন 'ভুয়া': সচিব মোখলেসুর
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ-সংক্রান্ত ঘুষ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন এবং সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে 'ভুয়া' বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।
অর্থ লেনদেন-সংক্রান্ত কথোপকথনে তার জড়িত থাকার অভিযোগের স্ক্রিনশটের বিষয়ে তিনি বলেন, 'আমার মোবাইলটা হলো স্যামসাং, উনারা যেটা দেখিয়েছেন, সেটা আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। কে কী দেখালো ওনাদের জিজ্ঞাসা করবেন। কী কথপোকথন ছিল (হোয়াট ওয়াজ দ্য ডায়লগ) আমি সেটার কিছুই জানি না। এ বিষয়ে আমি যত কম বলব, ততই ভালো (ইফ আই সে লেস, ইট ইস বেটার)।'
আরও পড়ুন: নবনিযুক্ত নৌসচিব মতিউরকে ওএসডি করা হয়েছে
প্রকাশিত খবরের প্রতিক্রিয়া জিানতে চাইলে তিনি বলেন, 'আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন (মোবাইল ফোন) দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন, আমার আগের যে নম্বর সেটাই আমি ব্যবহার করছি সরকারিভাবে।’
এই অভিযোগের কারণে পদত্যাগ করবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, 'আপনারা যদি স্ট্যান্টবাজি নিউজ করতে চান, তাহলে এ প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতা নেই। এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা।’
ওই দৈনিকে এর আগে প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে নেওয়া তিনটি পদক্ষেপ তুলে ধরে মোখলেস উর রহমান বলেন, 'ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনটি চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামিয়ে নেবেন। তথ্য সচিবকে চিঠি লিখেছি সেখানে এই পত্রিকাটির নাম আছে। ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য নিয়ম-কানুন সম্পর্কে আপনারা আমার থেকে ভালো জানেন। তারা ব্যবস্থা নিচ্ছে।'
তিনি বলেন, 'ওই লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে। দুয়েক দিনের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন। যে ব্যাংকারের অনভিজ্ঞতা বা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এ ব্যাপারে। শুধু উনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এ রকম সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।'
মানহানির মামলা করবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, 'আমি প্রথমত বলব, যারা এটা করেছে তাদের আমরা কতটুকু গুরুত্ব দেই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি কি রাস্তার লোকের পেছনে দৌড়াব? কখনো নয় (নেভার)।'
এই অভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আহ্বান জানাবেন কি না- জানতে চাইলে মোকলেস উর রহমান বলেন, 'অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নেই। এই অভিযোগ আমি মূল্যহীন মনে করি। এটা ভুয়া নিউজ।'
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নতুন মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া
১ মাস আগে