রেড সি
গত নভেম্বর থেকে ১৮৮টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা
গত নভেম্বর থেকে ইয়েমেনের হুতিরা লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে ১৮৮টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুতি।
বৃহস্পতিবার হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান হিসেবে এ হামলা চালানো হয়েছে।
এছাড়াও হুতিরা চলতি বছর এখন পর্যন্ত ১১টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেন আবদুল মালিক।
হুতিদের নেতা জানান, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সপ্তাহে ৩৯টি বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
গত রবিবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হোদেইদায় হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন নিহত ও বহু আহত হয়।
এই হামলার কথা তুলে ধরে আল-হুতি জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা হুতির সামরিক অভিযানকে বাধা দিতে পারবে না।
ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে আঞ্চলিক জলসীমা ও এর বাইরে 'ইসরায়েল-সংযুক্ত' জাহাজ এবং ইসরায়েলি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী।
এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন-ব্রিটিশ নৌজোট গত জানুয়ারি থেকে হুতিদের দমাতে নিয়মিত বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
২ মাস আগে