হিযবুত তাহরীর
ঢাকার তুরাগ থেকে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত অক্টোবরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে সিটিটিসি।
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
১ মাস আগে
হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
তাকে ঢাকার আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলেও জানান উপকমিশনার।
ইমতিয়াজ (৪২) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। তার বিরুদ্ধে পল্লবী ও খিলগাঁও থানায় যথাক্রমে দুটি মামলা রয়েছে।
আরও তিনটি মামলায় তার বিচার চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
২ মাস আগে