জাতীয় ঐক্যের ডাক
জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের
ঐক্য ও ন্যায়বিচারের আহ্বান জানিয়ে জাতিকে রাজনীতি ও ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৫ অক্টোবর) গাজীপুরের রাজবাড়ী ময়দানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া এবং ন্যায়ের জন্য যারা লড়াই করেছেন তাদের আত্মত্যাগকে সম্মান জানানোর গুরুত্বের ওপর জোর দেন।
সাম্প্রতিক গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই।’
তিনি বলেন, ‘দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকা উচিত নয়। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এই দেশে আমরা সবাই সমান।’
আরও পড়ুন: যারা দেশ বিক্রি করে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না: জামায়াতের নায়েবে আমির
তিনি বলেন, শহীদদের পরিবারকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে আচরণ করা উচিত। সরকারের কাছে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন সদস্যকে সম্মানজনক চাকরি দেওয়ার দাবি জানান। তিনি আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের সহযোগিতা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা যাতে অন্যের করুণার উপর নির্ভরশীল না হন তা নিশ্চিতের আহ্বান জানান।
শফিকুর বলেন, 'আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। যারা আমাদের বিভক্ত করতে চায় তারাই দেশের শত্রু। রাজনৈতিক বা ধর্মীয় ভিত্তিতে আমাদের বিভক্ত করার আর কোনো সুযোগ থাকবে না।’
রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা এমন বিচারক চাই, যিনি পক্ষপাতহীনভাবে ন্যায়বিচারকে সমুন্নত রাখতে পারবেন। ‘কোনো দুর্বৃত্ত যেন বিচারকের চেয়ারে বসতে না পারে। ন্যায়বিচার হোক আইন ও প্রমাণের ভিত্তিতে।’
তিনি শহিদদের স্বীকৃতি দিতে এবং তাদের গল্পগুলো শিক্ষাগত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, ‘শহীদরা জাতীয় সম্পদ এবং রাষ্ট্রকে অবশ্যই তাদের পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করতে হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়ে বলেন, 'আমরা সব বিভেদ দূরে সরিয়ে রেখেছি। এখন আমাদের কর্তব্য ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে দেশকে গড়ে তোলা।’
আরও পড়ুন: বগুড়ায় জামায়াত কর্মী হত্যাকাণ্ডের ১১ বছর পর ৪৩ জনের বিরুদ্ধে মামলা
২ মাস আগে