জামায়াত আমির
বৃহত্তর জাতীয় স্বার্থে রাজনৈতিক বিভেদকে কবর দিন: জামায়াত আমির
সকল বিভেদের অবসান ঘটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটির ঢাকা মহানগরী উত্তর শাখা।
তিনি বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ প্রস্তাবনা, বিচার ব্যবস্থা সংস্কার ও ইভিএম বাতিলের আহ্বান
এরপরও যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কথা ভাবলে ষড়যন্ত্র হবে, আরও বড় বিপদ আসবে।
তিনি জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। বাঘের মতো বাঁচতে হবে, বিড়ালের মতো নয়।’
আমির বলেন, স্বচ্ছ রাজনীতির কারণে জামায়াতের ওপর বারবার আঘাত হানা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের প্রণীত ‘কালা কানুন’ দিয়েই তাদের বিচার হোক: জামায়াত আমির
তিনি বলেন, 'আমরা কখনো দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হই না। কিন্তু আওয়ামী লীগ সব সময় আমাদের টার্গেট করে দুইবার নিষিদ্ধ ঘোষণা করেছে। এর পেছনে একমাত্র কারণ আমাদের স্বচ্ছতা।’
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর দেশপ্রেমিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যান্সার সমূলে উৎপাটন করতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের তাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘নেতারা যদি দুর্নীতিগ্রস্ত না হন, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে জামায়াত
২ সপ্তাহ আগে
২০২৪ সালের বিপ্লবের চেতনায় জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের
২০২৪ সালের ছাত্র-জনতার গণবিপ্লবের চেতনায় নিহিত জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ অক্টোবর জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার রোকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিকুর, সকল রাজনৈতিক দলকে মূলনীতি থেকে সরে না গিয়ে সম্মিলিত আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ড. শফিকুর বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে ২০২৪ সালের গণবিপ্লব। আমাদের দল এবং অন্যদের অবশ্যই এমন পথ বিবেচনা করা উচিত নয়, যা এই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে।’
জনগণের সম্মিলিত দাবির বিরোধিতা না করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা বা খাটো করার চেষ্টা না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমাদের অবশ্যই জনগণের পাশে অবিচলভাবে দাঁড়াতে হবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগের প্রণীত ‘কালা কানুন’ দিয়েই তাদের বিচার হোক: জামায়াত আমির
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ আমাদের সকলের। আমাদের জাতি মৌলিক স্বার্থ নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ দেখতে চায় না।’
চলমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'ঐক্যবদ্ধভাবে, দৃঢ় ঐক্যের মাধ্যমে প্রতিটি সংকট ও ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে, ইনশাল্লাহ।’
জামায়াতের প্রধান তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার কথাও বলেন। একটি 'মানবিক বাংলাদেশ' গড়ার জন্য তাদের আকাঙ্ক্ষার ওপর জোর দেন। যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, 'আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে কোনো ব্যতিক্রম ছাড়াই সকল নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ডা. সামিউল হক ফারুকী, ডা. খলিলুর রহমান মাদানী ও আবুল হাশেম খান প্রমুখ।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে জামায়াত
৩ সপ্তাহ আগে
মানুষের দুর্ভোগ লাঘবে সিন্ডিকেট ভাঙতে হবে: জামায়াত আমির
জনগণের দুর্ভোগ নিরসনে আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘তারা জাতির ঘাড়ে এখনও বসে আছে। এই সিন্ডিকেট না ভাঙলে দেশের মানুষ আরও নির্যাতিত হবে।’
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সকলকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী দিনে জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে নারীদের সবোর্চ্চ সম্মানের সঙ্গে সমাজ উন্নয়নে কাজে লাগানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো নাগরিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। যেখানে সবাই মিলেমিশে সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে হিংসামুক্ত সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে।
জামায়াতের আমির বলেন, যারা একদিন গর্ব করে বলতেন এ দেশে জালিম কাউকে থাকতে দেওয়া হবে না। দেশ থেকে জালিমদের বিতারিত করতে হবে। অথচ আজ তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ প্রস্তাবনা, বিচার ব্যবস্থা সংস্কার ও ইভিএম বাতিলের আহ্বান
তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভুত্ববাদ মেনে নেওয়া হবে না। কেউ যদি প্রভুত্ব করতে আসে তাহলে জাতি তাদের উচিত জবাব দেবে।
জামায়াতের প্রধান বলেন, এমন একটি সমাজ গড়া হবে যেখানে আদালত প্রাঙ্গণে কোনো বিচারপ্রার্থীকে হয়রানির শিকার হতে হবে না। বিচারক দুর্নীতিমুক্ত হয়ে স্বাধীনভাবে রাষ্ট্রের আইন ও বিবেক দিয়ে বিচারকার্য পরিচালনা করবে।
জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের মানুষ স্বৈরাচার সরকার দ্বারা নির্যাতিত। তবে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে নির্যাতিত ও মজলুম দল। এই দলের নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে জুলুম করে গুম, খুন করা হয়েছে। বিগত সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা পাঁয়তারা করেছে।
তিনি আরও বলেন, তারা গণআন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যেতে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রতীক কেড়ে নেয়। তবে জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দেশপ্রেমিক আলেম-ওলামাদের যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ প্রস্তাবনা, বিচার ব্যবস্থা সংস্কার ও ইভিএম বাতিলের আহ্বান
১ মাস আগে
জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের
ঐক্য ও ন্যায়বিচারের আহ্বান জানিয়ে জাতিকে রাজনীতি ও ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৫ অক্টোবর) গাজীপুরের রাজবাড়ী ময়দানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া এবং ন্যায়ের জন্য যারা লড়াই করেছেন তাদের আত্মত্যাগকে সম্মান জানানোর গুরুত্বের ওপর জোর দেন।
সাম্প্রতিক গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই।’
তিনি বলেন, ‘দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকা উচিত নয়। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এই দেশে আমরা সবাই সমান।’
আরও পড়ুন: যারা দেশ বিক্রি করে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না: জামায়াতের নায়েবে আমির
তিনি বলেন, শহীদদের পরিবারকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে আচরণ করা উচিত। সরকারের কাছে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন সদস্যকে সম্মানজনক চাকরি দেওয়ার দাবি জানান। তিনি আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের সহযোগিতা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা যাতে অন্যের করুণার উপর নির্ভরশীল না হন তা নিশ্চিতের আহ্বান জানান।
শফিকুর বলেন, 'আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। যারা আমাদের বিভক্ত করতে চায় তারাই দেশের শত্রু। রাজনৈতিক বা ধর্মীয় ভিত্তিতে আমাদের বিভক্ত করার আর কোনো সুযোগ থাকবে না।’
রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা এমন বিচারক চাই, যিনি পক্ষপাতহীনভাবে ন্যায়বিচারকে সমুন্নত রাখতে পারবেন। ‘কোনো দুর্বৃত্ত যেন বিচারকের চেয়ারে বসতে না পারে। ন্যায়বিচার হোক আইন ও প্রমাণের ভিত্তিতে।’
তিনি শহিদদের স্বীকৃতি দিতে এবং তাদের গল্পগুলো শিক্ষাগত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, ‘শহীদরা জাতীয় সম্পদ এবং রাষ্ট্রকে অবশ্যই তাদের পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করতে হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়ে বলেন, 'আমরা সব বিভেদ দূরে সরিয়ে রেখেছি। এখন আমাদের কর্তব্য ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে দেশকে গড়ে তোলা।’
আরও পড়ুন: বগুড়ায় জামায়াত কর্মী হত্যাকাণ্ডের ১১ বছর পর ৪৩ জনের বিরুদ্ধে মামলা
১ মাস আগে