সফল নির্বাচন
সফল নির্বাচনের জন্য আগে সংস্কার চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, তাদের দল দুটি সুস্পষ্ট সময়সীমা প্রস্তাব করেছে- একটি কার্যকর সংস্কার বাস্তবায়নের জন্য এবং অন্যটি নির্বাচন অনুষ্ঠানের জন্য।
শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'সংস্কারের রোডম্যাপ থাকবে এবং নির্বাচনের ওপর আরেকটি রোডম্যাপ থাকবে। সংস্কার সফল হলে নির্বাচনও সফল হবে। এজন্য আমরা এই দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি। তাদের সঙ্গে আরও সংলাপ হবে।’
আরও পড়ুন: জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের
জামায়াত আমির সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবে।
পূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়কে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহায়তা করার জন্য সরকারের জনগণের সঙ্গে অংশীদারিত্ব প্রয়োজন।
তিনি বলেন, ‘সরকার ও জনগণের মধ্যে অংশীদারিত্বের প্রয়োজন। সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। সরকার, দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে আমাদের হিন্দু ভাই-বোনেরা অভূতপূর্বভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির সংলাপের পর জামায়াতের আমিরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে।
আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতায় আ. লীগ নেতা ও তার লোকজনের হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জামায়াতের
২ মাস আগে