১৪ ফুট দৈর্ঘ্য
তেতুঁলিয়ায় ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।
পরে সাপটি উপজেলা বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে সাপটিকে অবমুক্ত করার কথা রয়েছে।
আরও পড়ুন: রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর
বন বিভাগের তথ্যমতে, সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট ও ওজন ৯ কেজি ২০০ গ্রাম। চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বন বিভাগ।
তেতুঁলিয়া উপজেলা প্রশাসন, তেতুঁলিয়া বন বিভাগ ও বিজিবি এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাঁড়ে বাঁশের সঙ্গে প্যাচানো অবস্থায় সাপটিকে ঝুঁলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বনবিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয় জনগনের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাপটি তেতুঁলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেওয়া হয়। উদ্ধারকৃত সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
সামাজিক বন বিভাগ তেতুঁলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। পরে সাদেকুল নামে এক ব্যাক্তির বাঁশঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নামিয়ে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। আমরা সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে।
তেতুঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, স্থানীয়দের মাধ্যেমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও কয়েকবার অজগর সাপ তেতুঁলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা ধারণা করছি সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
লালমনিরহাটে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
২ মাস আগে