খুলনা জেলা প্রশাসক
আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্প পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক
মহেশ্বরপাশা আধুনিক কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন গমের স্টিল সাইলো কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে মানিকতলা খাদ্য গুদামের ভেতরে ভৈরব নদীর তীরে অবস্থিত প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এদিকে নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রপের কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসককে স্বাগত জানান।
আরও পড়ুন: খুলনায় পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষেও গতি নেই কাজের
এসময় জেলা প্রশাসক ম্যাক্স গ্রপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ও কাজের খোঁজখবর নেন।
৩৫০ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৮৯ টাকা ব্যয়ে আধুনিক স্টিল সাইলোর নির্মাণ কাজ ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
এরমধ্যে প্রকল্পের ৮২ দশমিক ২ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ ২ খেকে ১ মাসের মধ্যে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্যশস্যের গুণগতমান বজায় রেখে ৩ বছর পর্যন্ত গম সংরক্ষণ করা যাবে।
প্রকল্প সূত্রে জানা যায়, খাদ্য সংরক্ষণাগারের আওতায় গমের স্টিল সাইলো নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ১২ জানুয়ারি। বাংলাদেশি কোম্পানি ম্যাক্স গ্রুপ এবং তুর্কি কোম্পানি আল তুনতাস যৌথভাবে এই কাজ করছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ প্রকল্পের অর্থায়ন করছে।
স্টিল সাইলোটি নির্মিত হলে ৭৬ হাজার ২০০ মেট্রিক টন গম সংরক্ষণ করা যাবে। কোনো হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর মেশিন দ্বারা স্টিল সাইলোর ৬টি ঢোল, চুল্লি বা বিনে গম সংরক্ষণ করা যাবে।
প্রতিটি ঢোল, চুল্লি বা বিনের ধারণ ক্ষমতা ১২ হাজার ৭০০ মেট্রিক টন।
আরও পড়ুন: একনেকে অনুমোদন পেল ডিএসসিসির ৮ লেনের সড়ক নির্মাণ প্রকল্প
২ মাস আগে